দ্রৌপদী দ্যা হরর নাইট
..........................
একদল শহুরে কলেজ পড়ুয়া পাহাড়ি অঞ্চলে প্রমোদ বিলাস ভ্রমণে যায়। সেখানে একের পর এক ঘটনা-দুর্ঘটনা ঘটতে থাকে।পুলিশ প্রশাসন ও নিরুপায়।পাহাড়ি অঞ্চলে এক অশীতিপর বৃদ্ধার থেকে জানা যায় এর আসল রহস্য, যা লোকমুখে "দ্রৌপদী" রহস্য নামেই পরিচিত।
আজ থেকে প্রায় ৭৫ বছর আগে বর্ধীন্ষ্ণু শিল্পপতি পরেশবাবুর ব্যাবসায়ীক বন্ধু , সঙ্গী , বয়সে কনিষ্ঠ ডেভিন সাহেবের সঙ্গে ঘনিষ্ঠতা বশতঃ একদিন আমোদ প্রমোদ এর জন্য পাহাড়ের এক মনোরম নাচমহলে যান। সেখানে এক নৃত্য পটীয়সীর প্রেমে উত্তাল হয়ে ওঠে সাহেবের মন। নৃত্যরত ঘোমটার আড়ালে কে❓তা দেখার জন্য আকুল হয়ে ওঠেন সাহেব। একসময় সাহেব সেই নর্তকীর প্রেমের পরশ পান। প্রেম ঘনীভূত হয়। এক ঝড় জলের রাতে একাত্ম হন সাহেব ও নর্তকী। এ খবর পৌঁছে যায় সাহেবের স্ত্রী দ্রৌপদী র কাছে। দ্রৌপদী র মনে আগুন জ্বলে ওঠে। স্ত্রী র কাছে বারবার বিব্রত হওয়ার পর সাহেব স্বীকার করে নেয় যে সে নর্তকী কে ভালোবাসে। সেই অবস্থায় দ্রৌপদী স্বামী কে কাছে পাওয়ার জন্য এক তান্ত্রিক এর সাহায্যে কালাযাদুর আশ্রয় নেয়। কালাযাদু তান্ত্রিক এর এক মন্ত্রপূত ফুলের মাধ্যমে স্বামী কে ফিরে পাওয়ার আশ্বাস পান দ্রৌপদী। তবে শর্তসাপেক্ষে। শর্তটি হলো , মন্ত্রপূত ফুলফুলটি কে হাতছাড়া করা যাবে না।
দ্রৌপদী কি স্বামী কে ফিরিয়ে আনতে পারবে❓এই অবস্থায় ছাত্র ছাত্রীরা কি নিরাপদে শহরে ফিরে আসতে পারবে❓
প্রচলিত লোককথা দ্রৌপদী রহস্য'ই বা কি❓
দেখতেই হবে "দ্রৌপদী দ্য হরর নাইট"
....................
Film Director : Sukumar Das & Narugopal Mandal , Music : Avik Bhagat, DOP : Anmol Saha. Producer : Sukumar Das
Draupadi The Horror Night TBA
TBA ● Bengali ● Running Time: TBA
719ab356-518a-4828-ab5b-604e6d814ca3Copied
WELCOME TO MOVIEBUFF
Your ticket to the movies!
Sign up and get access to some cool features. Create watchlists, check in at movies, rate them or even write whole reviews! You can also share literally everything on Moviebuff with your friends, enemies, frenemies, family, babysitter or pets. Is that enough incentive for you?